আই বি এস সমস্যা
আই বি এস সমস্যা :-!!! 🙄
আই বি এস পেটের সমস্যা জনিত একটি জটিল রোগ ।
বিশ্বের প্রায় শতকরা ৪০ - ৫০ ভাগ মানুষ এই রোগের সমস্যায় ভুগছে, এই রোগের সঠিক কারণ নির্ণয় করা খুবই দুরূহ কাজ, তবে বিজ্ঞানীগণ গবেষণা করে পেয়েছেন - উদ্বেগ, ব্যর্থতা, মানসিক আঘাত, ক্ষয়ক্ষতি ও হারানি জনিত তীব্র মানসিক চাপ ইত্যাদি আই বি এস রোগের বিশেষ কারণ। তাছাড়া রয়েছে গ্যাস ও এসিডিটিজনিত কারণ। কোন চিকিৎসায় কাজ হয় না, সাময়িক উপকার পাওয়া যায় কেবল
রোগী বারবার ডাক্তার পরিবর্তন করে কিন্তু কোন ফল হয় না। যার কারণে রোগী মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং মন খুব দুর্বল হয়ে যায় ।
বিধান গত কারণ  :- 🎋
হিউম্যান সাইকোলজিতে একটা কথা আছে "একজন মানুষকে দুর্বল করতে চাইলে তাকে মানসিকভাবে দুর্বল করে দিতে হবে " চিকিৎসা ভাষায় মানুষের সকল রোগের বৃত্তিমূল হচ্ছে তার মন। এই পৃথিবীতে মানুষ 
যত কিছু জয় করেছে তা মানসিক শক্তির বলেই 
করেছে, দৈহিক বলে নয় । তাছাড়াও রয়েছে বংশগত ধারা 
লক্ষণ  :-⛳🎋
তলপেটে ব্যথা, ঘন ঘন মলত্যাগ, পাতলা বাহ্য, 
অতিরিক্ত গ্যাস -অম্বল, পর্যায়ক্রমে পাতলা পায়খানা ও কোষ্ঠকাঠিন্য, দুগ্ধ জাত খাদ্য - চর্বিযুক্ত খাদ্য - ফল -
শাক ইত্যাদি খাদ্য হজম হয় না, 🎋 মানসিক চাপ বাড়লে পেটের সমস্যা দেখা দেয় । 
পরিণাম  :- 🙄🤔
দীর্ঘদিন আইবিএস সমস্যায় ভোগার ফলে দেহ খুব দুর্বল হয়ে যায়, জীবনী শক্তি কমে যায়, দেহে পুষ্টির অভাব দেখা  দেয়, দৃষ্টিশক্তি কমে যায়, 
মাজাসহ শরীর ব্যথা করে, এমনকি যৌনশক্তিও কমে যায়, 
পরিত্রাণ  :- 😜
আই বি এস সমস্যার চিকিৎসা করে তেমন ভালো ফল পাওয়া যায় না, মানসিক হতাশা - চিন্তা টেনশন কম -
করতে হবে, যে সমস্ত খাবার খেলে পেটের সমস্যা হয় 
সে সমস্ত খাদ্য যথাসম্ভব পরিহার করতে হবে, 
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, 🧨পেটের সমস্যার কথা বেশি মনে করা যাবে না ।  ⛳ আমাদের দেহে  "ভেগাস নার্ভ " নামক একটি নার্ভ আছে যা মাথার পিছন দিক থেকে শুরু হয়ে দেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের সাথে  যুক্ত আছে, এর দ্বারা বুঝা যায় চিন্তা -টেনশন -হতাশা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর । 



Comments
Post a Comment